ধুলোবালি এমন একটা প্লাটফর্ম যেখানে শুধু গুণী মানুষরা নন, আমার আপনার মতো মধ্যবিত্ত সাধারণ মানুষ যারা জীবন নামক যুদ্ধের সৈনিক, সেই আমরা যারা দিনের শেষে ক্লান্ত বিধস্ত শরীরটা নিয়ে বিছানায় শুতে যাই , আর ঠিক তখনি যদি মনের কোণায় উঁকি মারে দুষ্টু মিষ্টি ঝলমলে দু লাইন ,সেই ক্লান্ত মন থেকে বেরিয়ে আসা যে সৃষ্টি … তা তো অমূল্য- তাই না ! সেই সৃষ্টিতে আছে ঘামের গন্ধ, আছে সারাদিনের অক্লান্ত পরিশ্রমের রুক্ষতা, আছে প্রতিদিনের লড়াইয়ের জেতার জেদ….জীবনের পরতে পরতে জমে থাকা প্রতিদিনের যে সংগ্রাম যেটা সৃষ্টি মনটাকে খানিক ঢেকেই রাখে |
ধুলোবালি হলো সেই প্লাটফর্ম যা কিনা আমাদের সেই চাপা পরে যাওয়া সৃষ্টি মনটাকে টেনে বার করে আনবে | আর সেই সব অচেনা অজানা সৃষ্টিগুলোকে আমাদের সবার সামনে নিয়ে আসবে ….ধুলোবালি !
ধুলোবালি হবে আমার আপনার সেই জায়গা যেখানে স্বাধীনভাবে জন্ম নেবে সেই সমস্ত সৃষ্টি যা কিনা অনবদ্য | জন্ম হবে নতুন আমাদের | আসুন না ধুলোবালির হাত ধরে আমরা সবাই এগিয়ে যাই নতুন এক ‘আমি’-র দিকে….
আপনাদের অপেক্ষায় ধুলোবালি……
“বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝরে রৌদ্র,
বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। ” – শামসুর রহমান
বাংলা ভাষা বহতা নদীর মতো, আমাদের মাতৃভাষা, ভালোবাসার ভাষা। এই ভাষা আমাদের হৃদয়ে যে অনুরণন তৈরী করে, যে স্পন্দন তৈরী করে, তা চিরস্থায়ী। আমাদের গোটা জীবনের সম্পদ। এ ভাষাই আমাদের গৌরব। আমাদের পরিচিতি আমরা বাঙালি। বিশ্বজুড়ে আছি আমরা বাঙালিরা, পৃথিবীর প্রতিটি কোণে কোণে খুঁজলে বাংলাকে পাওয়া যাবেই। বাঙালি বিশ্বজনীন, তবু তার শিকড় রয়েছে বাংলাতেই।
আমরা ধুলোবালি। জীবনের গায়ে লেগে থাকা নিত্যদিনের ধুলোবালি ফেলনা নয়, অমূল্য। আমার আপনার মত মাটির কাছাকাছি থাকা সব মানুষের জীবনের ধুলোবালি সরিয়ে দেখাবো তার মাঝে লুকিয়ে থাকা অরূপরতন।ধুলোবালির প্রচেষ্টা বাংলার হারিয়ে ফেলতে বসা ঐতিহ্য ডিজিটালি ধরে রাখার, পরবর্তী প্রজন্মের হাতে দিয়ে যাওয়ার,আমাদের গর্বের ভাষাকে নতুন করে ভালোবাসার।
কথায় বলে, ভাষা বদলায় কয়েক ক্রোশ অন্তর। ভাষা না হোক, উপভাষা তো বদলায় বটেই। বাঁকুড়ার লোকের বাংলা আর দক্ষিণ চব্বিশ পরগণার বাংলা এক নয়। উত্তরে কুচবিহারের বাংলা আর নদীয়ার বাংলাও এক নয়।আমরা চাইছি বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন প্রথা, লুকিয়ে থাকা ইতিহাস, লোকাচার, রান্নাবান্না বা গল্প, বাংলার প্রত্যেক অঞ্চলের সাহিত্য–সংস্কৃতিকে পৃথিবীর সামনে তুলে ধরতে।
সারা পৃথিবী জুড়ে প্রায় পঁচিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। আমাদের এই প্রাণের ভাষা বলার অধিকার রক্ষার্থে প্রতিবেশী দেশে প্রাণ দিয়েছেন কয়েক লক্ষ মানুষ। রবীন্দ্রনাথ থেকে সুকুমার, নজরুল থেকে জীবনানন্দ , সুকান্ত থেকে জসিমুদ্দিন, সুনীল থেকে শ্রীজাত – আমাদের ঐতিহ্য। ক্ষুদিরাম থেকে নেতাজি, বিবেকানন্দ থেকে গিরিশ ঘোষ, নিবেদিতা থেকে অমর্ত্য সেন, জগদীশচন্দ্র থেকে মেঘনাদ সাহা – বাঙালির অহংকার। বাঙালিকে স্বাধীনতার স্বাদ দিয়েছিলো যে এগারো জন ফুটবল যোদ্ধা,গোষ্ঠ পাল থেকে মনোহর আইচ,চুনী– শৈলেন থেকে সৌরভ– ঝুলন, পিয়ালী বসাক থেকে অচিন্ত্য শিউলি – সবার হৃদয়ের গভীরে যে ভাষা প্রতিধ্বনিত হয়, সে ভাষা ‘আ–মরি বাংলা ভাষা‘। সত্যজিৎ এর পথের পাঁচালি, উত্তম–সুচিত্রার রোম্যান্স, শচীনকর্তা, মান্না, হেমন্ত – বিনোদন জগৎ দাপিয়ে বেরিয়েছে বাঙালি।
আপনি, যিনি কখনো কলম ধরেন নি, অথচ জানেন কিভাবে স্থানীয় মা–দিদিমার শিখিয়ে যাওয়া হারিয়ে যাওয়া পদটি রাঁধতে হয়, কলম ধরুন। আপনি, যিনি ভাবেন, জঙ্গলমহলের ভাষায় সাহিত্য লিখলে পড়বে কজন, কলম ধরুন। শুধু কলম নয়, কলম না ধরতে পারলে, মুখে বলুন আপনার গল্প। আমরা তাকে ছড়িয়ে দেব বিশ্বময়।
রাজপথ থেকে গলি,
ছুঁয়ে যাবে ধুলোবালি,
সাথে যদি তোমাদের পাই,
বাংলাকে ভালোবেসে
ছড়িয়ে নানান দেশে
একসাথে পথ হেঁটে যাই।