সাদা ক্যানভাস_Madhurima Banerjee

সাদা ক্যানভাস

সাদা ক্যানভাসের ফাঁকে আলপনা খোঁজে রোহিত,

সেদিন নীল জামা পরে এসেছিল স্যানোরিটা।

ফাঁকা ক্যানভাসে নীল রং ঢেলে কেউ কি করেছে মোহিত?

স্যানোরিটার গালে টোল , নাকি সে আজ অ্যাংরিটা?

নন্দনে ৪টের শো নাকি মধুসূদন মঞ্চের নিয়ন আলো

রোহিত ভাবতে থাকে কোনটা তার মন করে ভালো।

ঐন্দ্রিলা, দীপান্বিতা, মালবিকা, খুঁজে চলে ক্যানভাসে নানা মুখ

মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, আসলে কোনটা সুখ?

রাতের নগরী আরও পসরা সাজিয়ে যখন নিভৃতে

রোহিত ভাবে স্যানোরিটা দেখা দেবে নাকি অফবিটে?

মেয়ো রোড ধরে হাটতে হাটতে চিন্তায় ছেদ পড়ে

ময়দান বড় মন টানে আজ ক্যানভাসখানি ছেড়ে।

সাদা ক্যানভাস একলাই থাকে যেন বোবা, কালা,

জুঁই ফুলের গন্ধটা দিয়ে হোক না গলার মালা।

স্যানোরিটা করে মন শুধু উদাস বাউল হয়ে

আসবেনা কি কোনওদিন অপেক্ষায় সময় যাবে বয়ে?

রাত ৯টা বাজে, বোঝা গেল সোহাগিনীর উত্তর

লিখতে পারলনা আসবেনা বলে একটা শুধু পত্তর।

পার্কস্ট্রিটের প্রিয় বেকারীর শীতের গন্ধের কেক

এনেছিল ভেবে খুশি হবে প্রেয়সী, আসলে সব ফেক।

হঠাৎ দূরে মনে হল কলরোল যেন বেশী

অ্যাকসিডেন্ট হয়েছে দূরে, কোনও এক এলোকেশী।

ভিড়ের বলয় কাটিয়ে, হাতের আংটি রোহিতেরই দেওয়া

স্যানোরিটা শত যোজন দূরে, আর যাবেনা পাওয়া।

সাদা ক্যানভাস সাদাই রইল নীল রং আজ ফিকে

রোহিত হাঁটছে, আলো নিভছে, অন্ধকার চারিদিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *